দক্ষিনদিনাজপুর

বিদ্যুৎ পরিষেবা না থাকায় বিদ্যুৎ দপ্তর ঘেড়াও করে বিক্ষোভ বালুরঘাটের চকভিকনের বাসিন্দাদের

গত দিন সাতেক ধরে এলাকায় ট্রান্সফর্মা বিকল। যার কারনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ঘেড়াও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ৫ নম্বর ভাটপারা অঞ্চলের চকভিকন এলাকায়। 

এলাকাবাসীদের অভিযোগ, গত সাত দিন আগে সামান্য ঝড় হওয়ার কারণে ৫ নম্বর ভাটপারা অঞ্চলের চকভিকন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। ফলে ভোগান্তির শিকার হতে হয় এলাকার প্রায় হাজার খানেক গ্রামবাসীকে। এই ঘটনা এবার প্রথম নয়। আগেও বারবার বিদ্যুৎ বণ্টন দপ্তরে জানিয়েছেন এলাকাবাসিরা। কিন্তু তাতে কোনো প্রকার কর্ণপাত না করায় এদিন বিদ্যুৎ দপ্তর ঘেড়াও করে বিক্ষোভ শুরু করে তারা। ঘটনার পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। অবশেষে বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুক্রবার বিকেলের মধ্যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেবার আশ্বাষ দিলে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসিরা। 

এবিষয়ে চকভিকন এলাকার বাসিন্দাদের মধ্য থেকে কালিদাসী রায় ও উজ্জ্বল বর্মন অভিযোগ করে বলেন, তাদের এলাকায় একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে তারা অন্ধোকারে কাজকর্ম করে থাকেন। তবুও নিয়মিত তাদের বিদ্যুতের বিল দিতে হয়। এই সমস্যার ব্যাপারে তারা বহুবার জানিয়েছেন বিদ্যুৎ বণ্টন দপ্তরে। কিন্তু তাতে কোনো সুরাহা না হওয়ায় এদিন তারা বিদ্যুৎ বণ্টন দপ্তর ঘেড়াও করে বিক্ষোভ দেখান।